শিক্ষা

জি আর ইনস্টিটিউশনের এসএসসি ১৯৮৯ ব্যাচ এর ঈদ পূর্ণমিলনী

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জের সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের এসএসসি ১৯৮৯ ব্যাচ এর ঈদ পূর্ণমিলনী উপলক্ষে জমে উঠেছিলো স্কুল জীবনের বন্ধুদের সাথে প্রাণভরা আড্ডা।

গত ৫ জুলাই শুক্রবার সোনারগাঁয়ের খ্যাতনামা ও বিলাসবহুল রয়্যাল রিসোর্টে অনুষ্ঠিত হয় স্কুল জীবনের বন্ধুদের নিয়ে এই প্রাণের আড্ডার মিলন মেলা।

এই আড্ডায় আগত বন্ধুরা বলেন, অনেক দিন পর আডডায় আমরা সমস্ত বন্ধুরা স্কুল জীবনের স্মৃতিচারণ করে বিষণ আনন্দ পেলাম। আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া দিন গুলোর কথা বার বার মনে পড়ে।

আবার মাঝে মাঝে মনে পড়ে জীবন থেকে হারিয়ে যাওয়া বন্ধুদের কথা। তাদের রুহের মাগফিরাত কামনা করে সকল বন্ধু তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধুদের কাছ থেকে খোলা মনে আলোচনা, স্মৃতিচারণ জীবনের সুখ-দু:খসহ নানা বিষেয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে বিদায় নেওয়ার সময় মনে যেন হঠাৎ আনন্দের ছেদ ঘটে। তারপরও সকলের শান্তি কামনা করে যার যার গন্তব্যে ছুটে চলে জীবনের তাগিদে।

Related Articles

Back to top button