সারাদেশ

ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১২

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কলেজে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্রলীগের এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্রদল কর্মীসহ দু’জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে ৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফের (২১) নাম জানা গেছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত সাতজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও কলেজ সূত্র জানায়, আওয়ামী সরকারের সময় ছাত্রলীগের মাদমুদুল হাসান তারিফ ও শাহবাজ আশিকের কর্মীরা ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করেছিলেন। রোববার দুপুরে কলেজের কয়েকটি বিভাগের ৮ম পর্বের ব্যবহারি পরীক্ষা চলছিল। এ সময় তারিফ ও আশিকের পক্ষের কিছু ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর বহিরাগত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাদের পক্ষ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রদলের চার কর্মী ও ছাত্রলীগের দু’জনসহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

আহত ছাত্রদল কর্মী আল আমিন বলেন, ক্যাম্পাসে রোববার ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করলে সবাই তার বিরোধিতা করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা ফোন দিয়ে বহিরাগতদের ডেকে আনে। পরে বহিরাগতরা এসে ব্যাপক মারধর করে ছাত্রদের।

অধ্যক্ষ আল আমিন জানান, ৮ম পর্বের ব্যবহারিক পরীক্ষা ছিল। এই পরীক্ষায় ছাত্রলীগের ৫-৭ জন ছাত্র রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাদের নাম নোট করে নিয়েছেন। অতর্কিত হামলার বিষয়টি জানা ছিল না।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button