রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা -ছাত্রনেতা সাব্বির আপন

নিজস্ব সংবাদদাতা :


গণতন্ত্র, বাকস্বাধীনতা রক্ষা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির সাথে সহযোগী সংগঠন হিসেবে সর্বোচ্ছ কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এমন প্রত্যাশার কথা ব্যক্ত করে, ১ জানুয়ারি ২০২৫ইং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁবাসীসহ সারাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন শাখার ছাত্রনেতা সাব্বির আপন।

ছাত্রনেতা সাব্বির আপন বলেন, গত ১৬ বছর আওয়ামী দুঃশাসন, মিথ্যা মামলা, উন্নয়নের নামে মহালুটপাট, গুম, খুন, গুপ্তহত্যায় মানুষ অতিষ্ট ছিল। দেশে বাকস্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না।

ছাত্রদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠন গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে।

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের সকল ছাত্র-ছাত্রীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button