সোনারগাঁয়ের খবর

চাঁদাবাজি কান্ডে তুলকালাম! বিএনপির ২ নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা :

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে গণপরিবহন খাতের চাঁদাবাজি নিয়ে একাইদিনে বিএনপির ২ নেতা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের তুলকালাম কান্ড টক অফ দ্যা টাউন এ পরিণত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে পরিবহন সেক্টর থেকে মিথ্যা চাঁদা বাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

তার কিছুক্ষণ পরই গণপরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় বাস মালিক সমিতির নেতা ও বিএনপি নেতা মোঃ রাব্বি মিয়া পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৩ফেব্রুয়ারী) বিকালে নিজ নিজ কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ শুনেছি কে বা কারা আমার নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করছে আমি জানি না। তিনি এ সময় একজন পরিবহন সেক্টরের এক নেতাকে ইঙ্গিত করে বলেন, আমার নামে (রাব্বি) তারা চাঁদাবাজি করছে বলে অভিযোগ পেয়েছি। আমি তাদের কাছে চাঁদার বিষয়ে জানতে চাইলে তারা চাঁদার কথা অস্বীকার করে। এবং তারা কোন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত নয় বলেও জানায়। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন কে বলতে চাই, যে বা যাহারা আমার নামে চাঁদা বাজি করবে তাদের কে গ্রেফতার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

অন্য দিকে পরিবহন সেক্টর নেতা রাব্বি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ দিন ধরেই পরিবহন সেক্টর এর সাথে জড়িত। কেউ বলতে পারবে না আমি কোনো ধরনের চাঁদা বাজির সাথে জড়িত আছি। আমি কারো নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করেছি এ ধরনের কোন প্রমান দিতে পারলে আইন অনুযায়ী যে শান্তি হবে তা মাথা পেতে নিবো।

চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button