জাতীয়

চলে আসেন কাশিমপুরে ভালো জায়গা দেব, হাসিনার উদ্দেশে জামায়াত আমির

পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, যদি দেশ ও মাটির প্রতি টান থাকে, দেশের মানুষকে ভালোবাসেন— তাহলে একা পালিয়ে থাকবেন না। একা থাকার দুঃখ অনেক। দেশে আসেন, কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে।

দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগে লুটেরারা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগম পাড়া।

তিনি বলেন, শুধু অর্থনীতি নয়, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ২০১৪ সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং ২০১৮ সালে করলেন মধ্যরাতের নির্বাচন। আর ’২৪ সালে এসে করলেন ডামি নির্বাচন।

জামায়াত আমির বলেন, আমাদের সন্তানেরা ন্যায় বিচার চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, তারা দুর্নীতি চায় না। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে— আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও তাদের সাথে কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না।

Related Articles

Leave a Reply

Back to top button