না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় মোশারফ চেয়ারম্যান
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ জেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও বর্ষিয়ান সমাজকর্মী, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোশাররফ হোসেন(৭৯)। আজ ২২ জুলাই বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের চাচার ইন্তেকালে সোনারগাঁ টাইমস পরিবারের পক্ষথেকে গভীর শোক প্রকাশ ও দু’আ কামনা করেছেন। আমরা তার মাগফিরাত কামনা করছি, জান্নাতের উঁচু মাকাম কামনা করছি। পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করছি।
মৃত্যুর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গ্রীন লাইফ হসপিটালের আই সি ইউ লাইফ সাপোর্ট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা জানাজার নামাজ মোগরাপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন তার পরিবারের একটি সূত্র।
এদিকে বর্ষিয়ান সমাজকর্মী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোশাররফ হোসেন এর মৃত্যুে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
তিনি শোকবার্তায় লিখেছেন, প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া
গভীরভাবে শোক প্রকাশ ও দু’আ কামনা করেছেন- বর্ষিয়ান সমাজকর্মী ও রাজনীতিবিদ, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোশাররফ হোসেন আজ ২২/৭/২১ রাত ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মহান আল্লাহর কাছে তার একান্ত মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করছি। পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করছি। সোনারগাঁ একজন অভিভাবক হারালো।




