নারায়ণগঞ্জ

গত ১৫ বছর নারায়ণগঞ্জ আইনের কোন শাসন ছিল না : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫ বছর নারায়ণগঞ্জ আইনের কোন শাসন ছিল না। ওই সন্ত্রাসী শামীম ওসমান সেলিম ওসমান আজমেরী ওসমান ও অয়ন ওসমানের গুম, খুন ও হত্যা নির্যাতনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষকে দমিয়ে রেখেছিল।

নারায়ণগঞ্জের মানুষের সম্পদ লুটপাত ও  সন্ত্রাসী কর্মকান্ড করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জ মানুষকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে এবং মামলা  দিয়ে তারা জেল হাজতে প্রেরণ করেছিল। গত ১৫ বছরে নারায়ণগঞ্জের মানুষ সুষ্ঠু বিচার পায় নাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের চানমারি নতুন সড়কের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আমরা যারা এখানে বিএনপি করি আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি সে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের মতো পথ অবলম্বন করবে তাদের জন্য কপালে খারাপি আছে।

আমাদের নেতা তারেক রহমান বলেছেন সন্ত্রাসী অন্যায়কারী দুর্নীতিবাজ ও দখলবাজ এবং চাঁদাবাজ কে বিএনপিতে আশ্রয় দেওয়া হবে না। বিএনপি থেকে সকল অপকর্ম করবে তাদের ঠিকানা হবে জেলখানায়। তাদের জায়গা কিন্তু বিএনপিতে হবে না। আপনারা যারা জনগণ আছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয় কোন চাঁদাবাজি অপকর্ম করবে তাদেরকে বেঁধে রাখবেন। পুলিশে দিবেন আর না পারলে আমাদেরকে খবর দিবেন আমরা এসে তাদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান নেওয়ার পর পাশাপাশি দল থেকেও তাদেরকে বহিস্কার করা হবে। আর যারা এ সকল সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদেরকে কান ধরে বিএনপি থেকে বের করে দেয়া হবে।

তিনি আরও বলেন, আর তাদেরকে সাবধান করে দিতে চাই গত ১৫ বছর শামীম ওসমান,সেলিম ওসমন, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের সাথে থেকে সন্ত্রাসী করেছেন তাদের অনেকেই আজকে বিএনপি তৃতীয় শ্রেণীর নেতাদের সঙ্গে ঢুকে গিয়ে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন।

অনুপ্রবেশকারীদেরকে বলতে চাই সাবধান বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোন স্থান নাই। যারা অনুপ্রবেশ করতেছেন তারা সাবধান হয়ে যান আপনাদের স্থান কিন্তু হবে জেলে। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না নিজেরা কোন অন্যায় কাজে করবো না।

শামীম ওসমান ও সেলিম ওসমানসহ তাদের দোসররা জনগণের উপরে যে টিম রোলার চালিয়েছে আমরা যদি তা করি তাহলে তো আমরা তাদের সমান হয়ে গেলাম। তাহলে আমাদের পার্থক্যটা কোথায় রইল। আমাদেরকে জনগণের পক্ষে থাকতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে।

মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবর রহমান, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, আক্তার হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button