জাতীয়

খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাত ৮টায় ঢাকা বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হবেন তিনি। ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনে যাবেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বিকাল ৩টা নাগাদ ফিরোজায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button