সোনারগাঁয়ের খবর
করোনা কালীন সহায়তা নিয়ে আবারও এমপি খোকা জনতার পাশে
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
আবারও যখন ভয়ংকর রুপ ধারণ করছে করোনা পরিস্থিতি, করোনা কালীন সহায়তা নিয়ে আবারও এমপি খোকা জনতার পাশে দাড়ালো মাস্ক নিয়ে ।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা করোনা প্রতিরোধের প্রথম পদক্ষেপ হিসেবে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে।
শুক্রবার সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাক্সসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও তিনি করোনা থেকে রক্ষা পাওয়া ও জনসচেতনতা সৃষ্টি করতে করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন ।