নির্বাচনের খবর
ওসমান পরিবারের সদস্যদের কবরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে মহুমদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন কতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও গোপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী সহ নবনির্বাচিত চেয়ারম্যানরা। এসময় তারা ফুল দিয়ে একেএম শামসুজ্জোহা, নাসিম ওসমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।