নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাট থেকে ইজারা আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই অভিযোগ ক্ষোদ ইজারাদার মাজহারুলের বিরুদ্ধেই।
সূত্রে জানাযায়,হাটের অতিরিক্ত ইজারা আদায়ের নামে এসব চাঁদাবাজি করেন। ইজারার অতিরিক্ত টাকা দিতে না চাইলে দোকানদারদের হাতুড়ি দিয়ে পেটানো অভিযোগ উঠেছে।
এমনই এক ঘটনা ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার আনন্দবাজার হাটে। ইজারাদার মাজহারুলের নেতৃত্বে দাবিকৃত চাঁদা না দেয়ায় দোকানপাট বন্ধ ও হাতুড়ি বাহিনী দিয়ে দোকানদারদের উপর হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় চান্দিনা ভিটির আহত দোকানদারদের পক্ষে হাটের সেক্রেটারি আব্দুর রহমান নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন দক্ষিণ দামোদরদী এলাকার আব্দুল বাতেনের ছেলে মোতালেব (৩৮), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান (৪২), সিরাজুলের ছেলে মহসিন (৪২), বাবু (৩৫), খামারগাঁও এলাকার শাহ জাহানের ছেলে ফয়সাল (২৭) এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আনন্দবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, দীর্ঘ ৮৩ বছরের ইতিহাসে কখনো এই হাটে চান্দিনা ভিটির দোকান থেকে ইজারা নেয় নাই। আর স্থায়ী এসব দোকান থেকে ইজারা নেয়ার কোন সরকারি নির্দেশনা ও নাই। তারপরও নতুন ইজারাদার মাজহারুল অতিরিক্ত ইজারা দিতে সবাইকে বাধ্য করছে।
আহত দোকানদার মো: ইমন বলেন, সপ্তাহের দুই দিন হাট হলেও শনিবার হাটের বেঁচাকেনা সবসময় বেশি। আর হাটের দিন শনিবারই ইজারাদার মাজহারুলের নেতৃত্বে আমাদের কে অতিরিক্ত ইজারার নামে চাঁদা দিতে চাপ সৃষ্টি করে, আমরা তা না দেয়ায় আমাদের উপর হাতুড়ি নিয়ে হামলা চালায়।
এ বিষয়ে জানতে ইজারাদার মাজহারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, আনন্দবাজার হাটের অতিরিক্ত ইজারার নামে চাঁদাবাজির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।