এতিম ছাত্রদের ঈদের সালামি দিলেন চেয়ারম্যান মাসুম
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সব সময় নিজেকে আর্ত মানবকার সেবায় উৎসর্গের ঘোষণা দিয়ে মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
গতকাল শুক্রবার বিকালে পিরোজপুরে সোনারগাঁ টাইমস পত্রিকার ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। এসময় মুজাফফর আলী ফাউন্ডেশনের এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার প্যাকেট ও নগদ অর্থে ঈদের সালামি উপহার দেন।
সোনারগাঁ টাইমসের সম্পাদক হাজী মোঃ শাহ জালাল এর সঞ্চালনায় তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সাত্তার।
এ সময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এতিমখানার ভাঙ্গা ঘর মেরামতের দায়িত্ব নেন৷