আওয়ামী লীগের পূর্বঘোষিত দেশব্যাপী হরতাল কর্মসূচি চলছে। তবে দিনের শুরু থেকে বিকেল পর্যন্ত হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে যানচলাচল স্বাভাবিক ছিলো।
এদিকে হরতালকে কেন্দ্র করে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতিও চোখে পড়েনি।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, সোনারগাঁ উপজেলার কোথাও কোন প্রকার হরতাল সমর্থনকারীকে দেখা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজি ওয়াহিদ হোসাইন বলেন, হরতালের সমর্থনে কেউ সড়কে নামছেন বলে আমি জানি না।