রাজনীতিসোনারগাঁয়ের খবর

আ’লীগের শান্তি সমাবেশে সোনারগাঁ থেকে বিশাল শোডাউনসহ যোগদান

নিজস্ব সংবাদদাতা :


ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগ কর্তৃক জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের সামনে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে সফল করতে সোনারগাঁ থেকে শামসুল ইসলাম ভুইয়া, কায়সার ও মাসুম চেয়ারম্যান এর নেতৃত্বে
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিশাল শোডাউনসহ শান্তি সমাবেশে যোগদেন।

গতকাল (১২ জুলাই) বুধবার দুপুরে সারা দেশের ন্যায় ব্যানার ফেন্টুন এ প্লেকার্ড নিয়ে তারা যোগদান করেন।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

Related Articles

Back to top button