সিদ্ধিরগঞ্জ উত্তর থানা কর্তৃক সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সম্মানিত আমির মাওলানা আবদুল জব্বার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা আমির মাওলানা মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। মুসলিম প্রধান এই দেশে সময় এসেছে দুটি পথের যেকোনো একটি পথ গ্রহণ করার। একটি হলো আল্লাহর পথ অন্যটি হলো শয়তানের পথ। দেশের মানুষের উচিত আল্লাহর পথকে আঁকড়ে ধরা। এবং শয়তানের পথকে পরিহার করা।
অতএব রমজান থেকে শিক্ষা নেওয়া উচিত এদেশে যাকাত ভিত্তিক সমাজ চালু হলে অল্প সময়ের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব। তাই আসুন সকলে মিলে ইসলামের পক্ষের শক্তিকে সর্বাত্মক সমর্থন জানাই।
এ সময় থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।