আজহারুল ইসলাম মন্নানের সুস্থতার জন্য বাদ জুমা দোয়ার প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
আজ ২৬ মার্চ পবিত্র শুক্রবার দিন পিরোজপুর ইউনিয়নের প্রতিটি মসজিদে বাদ জুমা আজহারুল ইসলাম মন্নানের সুস্থতার জন্য দোয়ার প্রার্থনা করেছেন তার কর্মী ও সমর্থকরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহীকমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক কর্মীবান্ধব নেতা আজহারুল ইসলাম মন্নানের সুস্থতা কামনায় এই বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
পিরোজপুর, ছয়হিস্যা, নাগেরগাঁও, মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, জৈনপুর, নয়াগাঁও ও আষাঢ়িয়ার চর মসজিদের ইমামরা বিষয়টি নিশ্চত করে বলেন, করোনা আক্রান্ত মান্নান সাহেবের জন্য আজ বাদজুমা দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ যে, গত কয়েকদিন আগে আজারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারি সেলিম হোসেন দিপু করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন। আর সেই খবরে সকল মিডিয়ায় ভাইরাল হয়ে পরে।