অসুস্থ বিএনপি নেতার বাড়িতে গিয়ে সোনারগাঁয়ের রাজনীতিতে অনন্য নজির স্থাপন করলেন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।
সোনারগাঁয়ের অন্তর্গত বারদী ইউনিয়নে অসুস্থ বিএনপি নেতা বিল্লাল কে দেখতে জামায়াত নেতৃবৃন্দদের সাথে নিয়ে তার বাড়িতে উপস্থিত হন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।
শনিবার ৫ জুলাই ২০২৫ দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির অসুস্থ নেতা বিল্লাল হোসেনকে দেখতে তার বাসায় যান।
এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন -তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য কর, তাই বিল্লাল ভাই একজন ভালো মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে তিনি অসুস্থ আমি তাকে দেখতে এসেছি। আমি দোয়া করছি, আল্লাহ যেন বিল্লাল ভাই কে দ্রুত সুস্থতা দান করেন।
এ সময় তিনি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করেন।পরবর্তীতে বিল্লাল কে নগদ এককালীন আর্থিক সসহযোগিতা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারদী ইউনিয়ন শাখার সভাপতি মজিবুর রহমান মোল্লা, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, তদারককারী ডাক্তার আবু বক্কর সিদ্দিক রোমান, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল মোতালেব ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ, জামায়াত নেতা রবিউল আউয়াল, আব্দুল মতিন সহ অনেক স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপির জেলা কমিটির সদস্য বিএনপি নেতা নূরে ইয়াসিন নোবেল ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।