পুলিশ

২০ হাজার পিস ইয়াবাসহ ৮ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যসহ ৩ জন আটক

মোঃ ওসমান গনি :


বাস স্টেশন থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম নামের এপিবিএন পুলিশ সদস্য ও ২ জন রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকালে কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনের গরু বাজার এলাকায় এ অভিযান চালিলে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য শরিফুল ইসলাম। তার বাড়ী চট্টগ্রাম খাগড়াছড়ি, মো: শফিক, পিতা-মতিউর রহমান,মাতা- তৈয়বা বেগম,সাং-

উখিয়া বালুখালী ক্যাম্প নং -০৮,ব্লক -৩৯,এফসিএন-১২০৮৫৪, হেড মাঝি- সোনালী, সাব মাঝি- ইসলাম,থানা-উখিয়া, নুরুছালাম, পিতা-আব্দুল, হাকিম, মাতা-লায়লা বেগম,সাং-জামতলী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-১৫, ব্লক- E ১৬,হেড মাঝি তাহের, সাব মাঝি-আবদুল্লাহ,থানা উখিয়া, জেলা- কক্সবাজার। বুধবার (৫ জুন) বিকাল ঈদগাঁও গরু বাজার থেকে ও বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, চট্টগ্রামের উদ্দেশ্য বড় একটি ইয়াবার চালান যাওয়া গোপন সংবাদ পেয়ে উক্ত স্থানে অভিযান চালায়। ঈদগাঁও গরু বাজার চায়ের দোকানে থেকে দুইজনকে, বাস স্টেশন থেকে এক জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

Related Articles

Back to top button