হোসেনপুর সরকারি প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ
সজীব হোসেন :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন ৭৫নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ মার্চ শনিবার দিন বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোঃ আমির হোসেন সভাপতিত্বে প্রধান অতিথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম.এ বাতেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন আহম্মেদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মহিউদ্দিন শাহিন, মোঃ মোজাম্মেল হোসেন মাসুম, মোঃ জুলহাস উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল, মোঃ ইয়া নবী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদায়ী সভাপতি হাজী এম.এ মতিন সিকদার, বিদায়ী শিক্ষিক মোসাঃ লুৎফা বেগম, মোঃ ইউনুছ মিয়া।
এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুলের শিক্ষার মান উন্নয়নে স্কুলের বর্তমান সভাপতিসহ সকল সদস্যবৃন্দ ও শিক্ষদের এক সাথে কাজ করে যেতে হবে। এর কোন বিকল্প নেই। আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নাই কিন্তু সুশিক্ষিত মানব সম্পদের বড়ই অভাব।