সোনারগাঁয়ের খবর
স্বাধীনতা দিবস উপলক্ষে বাসমাহ’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেছে বেসরকারি সংস্থা বাসমাহ হেলথ কেয়ার।
শনিবার সকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সের মাধ্যমে এ হেল্থ ক্যাম্প পরিচালনা করা হয়।
বাসমাহ হেলথ কেয়ারের টেকনোলজিষ্ট ও চিকিৎসকরা সারাদিন সাধারণ মানুষ ও পথচারীদের এ সেবা দেন। এ ব্যাপারে বাসমাহ হেল্থ কেয়ারের সিনিয়র এডমিন অফিসার আমিন মাহমুদ বলেন, সোনারগাঁয়ে বাসমাহ হেলথ কেয়ার সব সময়ই নাম মাত্র মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি বলেন, বাসমাহ ফাউন্ডেশন মূলত নানান ধরনের স্বেচ্ছাসেবা মুলক কাজ করে থাকে।
স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকলেও আমাদের কর্মীরা ছুটি উপভোগ না করে এই বিশেষ দিনটিতেও জনগনকে সেবা দেয়ার চেষ্টা করছে।