সোনারগাঁ প্রেস ক্লাবের নবনিবার্চিতদের শপথ গ্রহণ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারী শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ সভা কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ প্রেস ক্লাবের নব নির্বাচিত ১১সদস্যের কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি অসিত কুমার দাস।সভায় শপথ গ্রহণ করেন সভাপতি এমএম সালাহউদ্দিন, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যান সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ মনির হোসেন ও শামসুল আলম তুহিন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা একেএম মাহফুজুর রহমান, ফিরোজ হোসাইন মিতা, সাইফুল আলম রিপন, সাবেক আহবায়ক মাসুদ শায়ান, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, প্রাক্তন সদস্য কাজী সেলিম রেজা, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহাদাত হোসেন রতন, আনিছুর রহমান, হারুন অর-রশিদ, মশিউর রহমান, মাহবুব হোসেন, মাজহারুল ইসলাম, কবির হোসেন, নাসির উদ্দিন ও হুমায়ন কবির প্রমূখ।
শপথ অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটির কাছে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।