পুলিশ

সোনারগাঁ পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান

শারুখ, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় ৫’ই মার্চ রবিবার সিসিটিভি কমান্ডরুম পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ হেডকোয়ার্টার হাইওয়ে বিভাগের মো: শাহাবুদ্দিন খান, সাথে আরো উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম আবুল কাশেম আজাদ।

মো: শাহাবুদ্দিন খান পরিদর্শনে এসে বেশ কিছুক্ষণ অবস্থান করে সিসিটিভি ক্যামেরা পরিচালনার খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করেন এবং সিসিটিভি ক্যামেরার সেবা জনকল্যাণে কিভাবে আরো উন্নত করা যায় এ বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনা মূলক উপদেশ দিয়ে যান।

তাছাড়া যাওয়ার পথে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানায় চা-পানের বিরতি গ্রহণ করেন। এই বিরতি চলাকালীন সময়েও তিনি কাঁচপুর হাইওয়ে থানার
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে অফিসার ইনচার্জের সাথে আলোচনা করেন।

অতঃপর হাইওয়ে থানার সেবা জনগণের জন্য আরো সহজ ও স্বচ্ছ করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ এস এম আবুল কাশেম আজাদ জানান, আইজিপি স্যারের এই পরিদর্শন জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। স্যারের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা ও আদেশ-উপদেশ আমাদের দায়িত্ব পালনে উৎসাহিত করে।

Related Articles

Back to top button