আদালত পাড়ারাজনীতিসোনারগাঁয়ের খবর

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মান্নানসহ ছয় নেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালত সোমবার (১৫ মে) দুপুরে এ আদেশ দেন। এই মামলায় আরও ২১ জনকে জামিন প্রদান করেন।

মান্নানসহ কারাগারে যাওয়া নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মান্নানসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই মামলায় আরও ২১ জনকে জামিন দিয়েছেন আদালত।

Related Articles

Back to top button