নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একমাত্র আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ আইডিয়াল কলেজে এবার ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হলো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
বুধবার ২৬ জুন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার পূর্ব প্রস্তুতি এবং পরীক্ষার হলে করণীয় বিষয়ে বিষধ গাইডলাইনসহ নৈতিক শিক্ষা বাস্তব জীবনে চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সবশেষ শিক্ষার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়া করেন,
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও উক্ত কলেজের প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
এ সময় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, প্রধান আলোচক -আলহাজ্ব মমিনুল হক সরকার, বিশেষ মেহমান বক্তব্য রাখেন, প্রিন্সিপাল অধ্যাপক মাসুদুর রহমান, গিয়াস, মুহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া, মুহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া,
মুহাম্মদ আশরাফুল ইসলাম।