সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে সুতার কারখানা ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় খান ফেব্রিক্স নামে একটি সুতা তৈরির কারখানার তুলার গুদামে আগুন লাগে। এ ঘটনায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পরলে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাত সারে অাটটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরচিালক আব্দুল জানান, প্রায় ৭০ ভাগ আগুণ নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যে পুরো আগুন নিযন্ত্রণে আসবে বলে জানান তিনি।