সোনারগাঁয়ে সরবরাহ বন্ধ হওয়া গ্যাস লাইন চালু হচ্ছে আজই দুপুরবেলা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বন্দর, মেঘনা শিল্পাঞ্চল, মোগরাপাড়া, লাঙ্গলবন্দসহ সোনারগাঁ তিতাস গ্যাস ট্রান্সমিশন থকে সরবরাহ বন্ধ হওয়া গ্যাস লাইন আজ বুধবার ২৩ জুন দুপুরবেলা চালু হবে ইনশাআল্লাহ। সোনারগাঁ টাইমস২৪ ডটকম এর সঙ্গে মুঠোফোন বার্তায় এ কথা নিশ্চত করেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মেজবাউর রহমান।
তিনি আরো বলেন, সোনারগাঁ পৌরসভার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয়দের সোমবার আন্দোলনের কারনে আমদের কাজের বিঘ্ন ঘটে। তারা প্রায় ৫ ঘন্টা আমাদের লােকজনকে অবরুদ্ধ করে রাখে। বৈরি আবহাওয়া সত্তেও আমরা কাজ করতে গিয়ে কাজ করতে পারিনি। তাই সময় মতো কাজ শেষ করতে না পারায় ১দিন সময় বেশি নিতে হলো।
উল্লেখ্য , গত ২০ জুন মাইকিং করে জানানো হয় যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সঞ্চালন লাইনে কাজ করতে ২১ জুন থেকে ২৪ ঘণ্টা সময় নিয়ে বন্দর, মেঘনা শিল্পাঞ্চল, মোগরাপাড়া, লাঙ্গলবন্দসহ সোনারগাঁ তিতাস গ্যাস ট্রান্সমিশন থকে সরবরাহ বন্ধ রাখবে। যা ২২ জুন মঙ্গলবার সকাল ৮ টায় চালু হওয়ার কথা ছিল।