সংগঠন

সোনারগাঁয়ে সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন স্তরের লোকজনের মাঝে বিভিন্ন ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে নজরুল ইসলাম নাদিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নুরুল আলম সাহেব।ডাক্তার আঃ আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – মোকছেদুজ্জামান লিটন, জসীমউদ্দিন প্রধান, ওমর ফারুক খোকন, সোহেল, নাসির মেম্বার, আমির হোসেন সরকার,শাহাবুদ্দিন, হাজী শাহালম, আবুল কাসেম, আলম চান, আব্দুল আজিজ, শামসুজ্জামান, হাজী বাদল, নুর হোসেন রাজু, তরিকুল ইসলাম রতন, মোক্তার, সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি মুকুল সরকার, সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক – ডাক্তার সুমন, জুয়েল রানাসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দিনব্যাপী অংশ হিসেবে চক্ষু চিকিৎসা, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে সংগঠনের পক্ষ থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

Related Articles

Back to top button