নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার ব্যাংক মেঘনা শিল্পনগরী শাখা।
বৃহস্পতিবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে প্রিমিয়ার ব্যাংক এর উদ্যাগে মেঘনা ঘাট শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান সরকারের সভাপতিত্বে শীতবস্ত্র ও মাক্স বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ফজলুল হক প্রধান, আবু হানিফ, মাসুম বিল্লাহ, আলম চান, লুৎফর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ, যুবলীগ নেতা আল আমিন, বাদশাসহ প্রিমিয়ার ব্যাংক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
.