রাজনীতি

সোনারগাঁয়ে যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আওয়ামী যুবলীগ সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সসভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এইচ এম মাসুদ দুলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও মহিলা নেত্রী নাছরীন সুলতানা ঝরা, যুবলীগ নেতা চৌধুরী মাসুম, আরমান মেরাজ, সেচ্ছাসেবকলীগ নেতা রবিন ও পিরোজপুর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মাওলানা গোলাম মোস্তফা। মাহফিলের মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজিত ইফতার মাহফিলে যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দারের সঞ্চালনার দ্বায়িত্ব থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

Related Articles

Back to top button