সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, ১৫জন আহত
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার বারদী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানাযায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বংশ নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে জাকির সরকার ও ইব্রাহিম ইবু পক্ষের লোকজন এর সাথে নাজমুল মেম্বারের লোকজনের সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লোহার রড, টেঁটা, রামদা, লাঠিসোটায় সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ৫/৬ জনের দোকান ভাংচুর লুটপাট হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন পক্ষ অভিযোগ দায়ের করেননি।