সোনারগাঁয়ে ডাকাতির সময় দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির সময় এলাকাবাসী ধাওয়া করে দুই জন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছে। পরে সকালে তাদের পুলিশের হাতে সোপর্দ করেন।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় ডাকাতির সময় বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুই জন ডাকাতকে ধরে ফেলেন।
আটক দুজনের মধ্যে একজন কাঁচপুরের সুখের টেকের আমান উল্লাহর ছেলে জাকির জাকির হোসেন (৩০)। পেশায় মুদি দোকানদার বলে দাবী জানিয়েছেন তার পরিবার। অপর জনের পরিচয় জানা যায়নি ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসী ডাকাতদের গণধোলাই দিয়ে আমাদেরকে দিয়েছে। আহত ডাকাতদের আমরা সোনারগাঁ সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। আর তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, ব্যবস্থা নেয়া হবে।