স্বাস্থ্যবিধি মান্য করে তরুণ ছড়াকার মোফাখখার সাগরের কাব্যগ্রন্থ ‘সৃষ্টি ছাড়া কাব্য ছড়া’ বইয়ের প্রকাশনা উৎসব গতকাল সোমবার (১৯ জুন) সোনারগাঁও প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সৃষ্টি ছাড়া কাব্য ছড়া’ বইটি লেখকের প্রথম একক প্রকাশনা। সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল বইটির মোড়ক উন্মোচন করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবি শবনম মহসিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন।
সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম প্রধানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সহ-সভাপতি আসমা আখতারী, লেখক হাজী মোহাম্মদ মহসিন, ছড়াকার মোফাখখার সাগর প্রমুখ।