সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে ছুটির দিনেও রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করলেন- এমপি খোকা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁও পৌরসভার শহীদ মজনু পার্কের সামনে থেকে জাদুঘর ২নং গেইট পর্যন্ত আর সিসিকরন রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩, আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।
শনিবার (২৬ শে মার্চ) সকালে শহীদ মজনু পার্কের সামনে রাস্তার সিসিকরন কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ন্ত্রণের বিষয়ে খোঁজখবর নেন। ব্যস্ততম রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য মহান স্বাধীনতা দিবসের ছুটির দিনেও কাজ চালিয়ে যাওয়ায় এমপি খোকা ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সবাইকে।