ইসলামী ব্যাংকের সোনারগাঁ এসএমই শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় শাহবদ্দিন টাওয়ারে ইসলামী ব্যাংকের সোনারগাঁ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এ এম মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাহে রমযানের গুরুত্ব নিয়ে আলোচনা উপস্থাপন করেন উলুকান্দি মাদ্রাসার মুফতি আজিজুল হক এবং ইসলামি সংঙ্গীত গেয়ে শোনান ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন।এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মাহে আলম।