সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে ভোট চাইতে মাঠে নেমেছেন মহিলালীগ
রবিউল হুসাইন, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা মহিলালীগের উদ্যাগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা মহিলালীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট নুরজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ শিরিন বেগম ও বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
আলোচনা সভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে জনসংযোগ ও উঠান বৈঠকের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ শিরিন বেগম বলেন, আমরা জেলা মহিলা আওয়ামী লীগ ও সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছি সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল সমর্থিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার একনিষ্ঠ কর্মীদের পক্ষে কাজ করছি এবং তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মারুফুল ইসলাম ঝলকসহ সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ শিরিন বেগম এর নেতৃত্বে আওয়ামী সমর্থিত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক করেন।