সোনারগাঁয়ে নির্বাচনকে ঘিরে আ’লীগের ঐক্য এখন নতুন মাত্রায়
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
দীর্ঘদিনের খঁড়া কাটিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের ঐক্য এখন নতুন মাত্রায়। আবদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে দলীয় কর্মসূচি অন্য যে কোন সময়ের চেয়ে এখন আরো বেশি সুসংগঠিত বলে দাবি করেন সোনারগাঁ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারই প্রমান দিল, শোকাবহ আগস্ট মাসের সকল কর্মসূচি সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে এক সাথে ঐক্যবদ্ধভাবে পালনের মধ্যদিয়ে।
তবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচন, আসন্ন সোনারগাঁও পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই ঐক্যবদ্ধ হওয়াকে কেউ কেউ অন্য চোখে দেখছেন। নির্বাচন শেষে নৌকার মাঝিরা আবার ফোরামের নামে নাঙ্গলের পিছনে লাইন ধরেন কিনা তাই এখন দেখার অপেক্ষায় সোনারগাঁবাসী।
উপজেলা আওয়ামীলীগ ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও দল বিভক্ত করার যে কোন ফোরাম উৎখাত করে হলেও আগামী দিনগুলিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা হবে।
আবু জাফর চৌধুরীর সাথে প্রকাশ্যে দ্বন্দ্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল কায়সার বলেন, দলীয় পদ বাগিয়ে আনতে পরলেই নেতা হওয়া যায় না, কর্মী ও সমর্থক লাগে। দলের দুর্দিনে ত্যাগ শিকার করতে হয়। যাদের এসব কিছু নেই, তারা আলোচনায় থাকতে দলের ভিতরে বিতর্কিত কর্মকাণ্ড করে। দলে বিভক্তি সৃষ্টি করে কিছু কর্মীদের বাগিয়ে নিতে চায়।
আবদুল্লাহ আল কায়সার আরো বলেন, তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।