সোনারগাঁয়ের চেয়ারম্যন পদে ২৫ ও সদস্য পদে ৩৩০ জনের মনোনয়ন জমা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ ৮টি ইউনিয়নে ২৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোনারগাঁ উপজেলা রিটানিং অফিসারের কাছে এ মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, এবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকসহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি দল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এবারের নির্বাচনে কাঁচপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৪৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন।
সাদিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন।
জামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন।
সনমান্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭ তম কমিশন বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর। মামলা জটিলতার কারণে ২টি ইউপির নির্বাচন স্থাগিত করা হয়েছে।