সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ের কাঁচপুরে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার নাম মাহবুব আলম ওরফে কানন (৩৭)। সে কাঁচপুর সোনাপুর এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাঁচপুরে ফুটপাত থেকে চাঁদাবাজি করার সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাহবুব আলম একজন পেশাদার চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে মাহবুবু তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল।