সোনারগাঁয়ের এক বাক-প্রতিবন্ধি কয়েলের আগুনে সর্বস্ব হারালো
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
গরুকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়াল ঘরে দেয়া মশার কয়েল থেকে লাগা আগুনে সর্বস্ব পুড়িয়ে নিঃশ্ব করে দিলো সাহালম নামের এক বাক-প্রতিবন্ধিকে। আগুনে সব কিছু হারিয়ে আজ পরিবার নিয়ে রাস্তায় নামার উপক্রম হয়েছে বাক প্রতিবন্ধি ব্যক্তিটির। ঘটনাটি ঘটেছে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়–ইকান্দি গ্রামে।
বাক-প্রতিবন্ধি সাহালামের বরাত দিয়ে তার প্রতিবেশী মোজাম্মেল হোসেন জানান, উপজেলার সনমান্দি গ্রামের মৃত আমিন মিয়া ছেলে বাক প্রতিবন্ধি সাহালম কৃষি কাজের পাশাপাশি একটি গাভী ও তিনটি ছাগল পালন-পালন করে স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলের সংসার চালাতেন। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে গরুকে মশায় যাতে না কামড়ায় সে জন্য গরুর পায়ের নিচে কয়েকটি মশার কয়েল জ্বলিয়ে দেয়। মধ্য রাতের দিকে সম্ভবত গরুর পায়ে ধাক্কায় মশার কয়েল গোয়াল ঘরে থাকা মশারীতে পড়ে আগুন লাগে। সে আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়ে তার বসত ঘরে। এসময় সাহালমের পরিবার আগুন দেখে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে বাহিরে এসে চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুর্হুতের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়ে যে এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়। এতে সাহালমের একটি টিনের বসত ঘর, ঘরের আলমারীতে থাকা গরু কেনার লক্ষাধিক নগদ টাকা, ১টি গরু ও ৩টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।