নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশের দাবি আটককৃতরা মাদক কারবারি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকার আব্দুল মো. মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপে করে ইয়াবার বড় একটি চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুর যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে অবস্থান করে। পরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বুধবার (১ মার্চ) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।