সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
আজ মঙ্গলবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজ মাঠে এসব বিতরন করা হয়।
এ সময় আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।