নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতের নাম- মো. আলাউদ্দিন (৪২)।
আজ মঙ্গলবার (৩০ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর কালিবাড়ি হতে গাজাভর্তি একটি বস্তাসহ তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মে) ভোররাতে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানীর নেতৃত্বে এ এসআই ইলিয়াস আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করেন। এ সময় তার ঘরের ভেতর তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী বলেন, আলাউদ্দিন এলাকার শীর্ষ মাদক কারবারি। বিক্রির উদ্দেশে গাঁজা বাড়িতে রেখেছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার তদন্ত ওসি আহসান উল্লাহ বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। এরপর আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।