সোনারগাঁয়ে সাবেক মেম্বার হালিমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল হালিমকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেছে এলাকাবাসী।
শুক্রবার বাদজুমা আষাঢ়িয়ারচর ঈদগাহ মাঠে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এ সময় মানববন্ধনে অংশ নেয়, পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর, ছয়হিস্যা, মৃধাকান্দিসহ ৩ গ্রামের প্রায় শতাধিক লোকজন।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আষাঢ়িয়ার চর ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, আষাঢ়িয়ারচর জামে মসজিদের সভাপতি আশেক আলী প্রধান, সাধারণ সম্পাদক হাজী সারোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, আষাঢ়িয়ার চর গ্রামের আব্দুল মালেক, বাবুল বেপারী, নুরুজ্জামান, হাজী আব্দুল বারেক, আবুল হোসেন, আবু বকর সিদ্দিক, ছয়হিস্যা গ্রামের গোলেনূর, আল ইসলাম প্রমুখ।