সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে মাদক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক কারবারের দ্বন্দ্বের জেরে রাব্বি মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার বাড়িমজলিশ এলাকায় রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে ও স্থানীয় সানাউল্লাহ বেপারীর বাসার ভাড়াটিয়া।

নিহতের মা শাহানারা বেগম জানান, রাতে স্থানীয় মাদক কারবারি পায়েল মিয়ার নেতৃত্বে ১০–১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁর ছেলেকে কুপিয়ে পালিয়ে যান তাঁরা। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।

Related Articles

Back to top button