সোনারগাঁয়ে মাছের আড়তে দূর্ধর্ষ চুরি; কয়েক লাখ টাকার মাছ লুট
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার বৈদ্দারবাজারে মাছের আড়তে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রপ্তানীর জন্য রাখা চুরি যাওয়া মাছের মূল্য আনুমানিক ২ দুই লক্ষ টাকা। গত রোববার মধ্যরাতে বৈদ্দারবাজারে নৌ পুলিশ ফারির নিচে মেঘনা মৎস আড়তে এ চুরির ঘটনা ঘটে।
আড়ৎ মালিক মাহাবুব আলম আজ সোমবার সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানাযায়, রোববার রাতে বিদেশে রপ্তানী করার জন্য প্রায় ১৫০ কেজি চিংড়িসহ অন্যান্য মাছ প্যাকেটজাত করে আড়তে রেখে যান। সকালে সেগুলো শিপমেন্টের জন্য ঢাকায় পাঠানোর কথা। কিন্তু ভোরে মাহবুব আলমের ব্যবসায়িক পার্টনার মিলন মিয়া আড়তে গিয়ে দেখেন-তালা ভাঙ্গা ভেতরে কোন মাছ নাই। এতে তার প্রচুর পরিমানে ব্যবসায়িক ক্ষতি হয়েছে। কারণ বিদেশী বায়ার এই ঘটনা মেনে নিতে নারাজ।
ঘটনাস্থলের অদূরে আল মোস্তফা গ্রুপের একটি সিসি টিভি ক্যামেরা রয়েছে। চোরেরা চুরির আগে সেই সিসি টিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, চুরির ব্যাপারে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।