সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে রকিবুল নামের ১ জনের মৃত্যু। ৭ জনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে গত ২৮ শে এপ্রিল বৃহস্পতিবার রাতে ৮ জন মিলে মাদক সেবন করে। সেবনের পর তাদের অবস্থা অবনতি দেখে মুমূর্ষ অবস্থায় তিন জনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ভাটিবন্দর গ্রামের সোহেল রাব্বির ছেলে রকিবুল নামে একজন মারা যান ও বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরে, বাকি চারজনকে মেডিকেলে ভর্তি করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আফজাল হোসেন বলেন, আমি এবার নতুন ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্ট চালাবো ইনশাআল্লাহ। এমন দুঃখজনক ঘটনা আমরা আর শোনতে চাই না।