সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে বায়ু দূষণের অভিযোগে তিন স্টীল মিলকে জরিমানা

সোনারগাঁয়ে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৩টি স্টিল মিলসকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযান পরিচালনা করা কারখানাগুলো হলো- উপজেলার নানাখী বড়ইবাড়ী এলাকার মুনতাহা স্টিল মিলস লিমিটেড নামের কারখানাকে ২ লাখ টাকা, কাঁচপুর এলাকার সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) নামের কারখানাকে ১ লাখ টাকা ও কাঁচপুরের রহিম স্টিল মিলস লিমিটেড নামের কারখানাকে  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর  ৭(৩) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ৩টি স্টিল মিলসকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Related Articles

Back to top button