ধর্ম

চুরি ও অপকর্ম ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় মসজিদ

সাদিপুর ইউনিয়ন প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

কোন মুসলিম সমাজের মসজিদে চুরি ও অপকর্ম হতে পারে এমন চিন্তা করাও যেন মহাপাপ। তারপরও হচ্ছে। আর সেই চুরি ও অপকর্ম ঠেকাতে মসজিদে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্ব পাড়া মন্ত্রী বাড়ী জামে মসজিদটিকে এখন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ঐ মসজিদের ইমাম মনির হোসেন বলেন, মানুষের চারিত্রিক অধঃপতন কোন পর্যায়ে পৌছিলে মসজিদের মাইক চুরি হয়? মসজিদ কে অপবিত্র করতে মসজিদের ভিতরে জানালা দিয়ে মানুষের বিষ্ঠা ছুড়েন? এসব চুরি ও অপকর্ম ঠেকাতেই মসজিদে সিসি ক্যামেরা বসানো হয়েছে।pস্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, নানাখী পূর্ব পাড়া (মন্ত্রী বাড়ী) জামে মসজিদে অতি সাম্প্রতিক মাইকের মেশিন চুরি হওয়ায়, মসজিদের ভিতরে জানালার কাচ সড়িয়ে কে বা কারা ময়লা ফেলার কারনে ও মসজিদের ভিতর বসে গীবত চর্চা বন্ধের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button