পুলিশরাজনীতিসোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ১১৪ জনের নামে মামলা

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় এই মামলা হয়েছে। এতে দলটির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মধ্য রাতে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে ওই মামলা করেন।

এই মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে অন্যতম আসামি করা হয়।

Related Articles

Back to top button