ইতিহাস ও সংস্কৃতি

সোনারগাঁয়ে পর্যটন দিবস পালন করলেন সোনারগাঁ রয়েল রিসোর্ট

তরিকুল ইসলাম:


আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ যথাযথভাবে উদযাপিত হয়।

জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড পিস’ যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে ‘পর্যটন শান্তির সোপান’। বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে সোনারগাঁ রয়েল রিসোর্টে আগামী ১মাস ব্যাপি সর্বনিন্ম রুমের ভাড়া ৫৫০০ থেকে শুরু এবং সাথে থাকছে বাফেট ব্রেকফাষ্ট সুইমিংপুলসহ আরো অনেক কিছু এবং দুপুরে বাফেট লাঞ্চ আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ইতিহাস ঐতিহ্য ঘেরা নগরী সোনারগাঁয়ে অবস্থিত, স্বনামধন্য প্রতিষ্ঠান “সোনারগাঁ রয়েল রিসোর্ট বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেন।

এসময় সোনারগাঁ রয়েল রিসোর্ট এর ডিজিএম খাইরুল কবির বলেন- আমাদের প্রতিষ্ঠান সমসময় পর্যটক বান্ধব, পর্যটকদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের সেবামূলক কার্যক্রমে মধ্যে পর্যটককে সেবা দিয়ে থাকি। এবং আমাদের মূল লক্ষ্য হলো পর্যটনের ভূমিকা সম্পর্কে সবার মধ্যে জনসচেতনতা বাড়ানো।

এছাড়া, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়াও এর অন্যতম উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’ ঘোষিত দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

১৯৫০ সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২৫ মিলিয়ন; যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৭০ মিলিয়নে। ধারণা করা হচ্ছে, এ বছর প্রায় ১৩৯ কোটি ৫৬ লাখ ৬০ হাজার পর্যটক সারা পৃথিবী ভ্রমণ করবেন। অর্থাৎ বিগত ৬৭ বছরে পর্যটকের সংখ্যা প্রায় ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ অর্থনৈতিক কার্যক্রমের পরিধি ব্যাপকতা লাভ করেছে। পর্যটনের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন হয়।

Related Articles

Back to top button